আয় সবাই যত আছিস দুঃখ ভুলে আয়, আয় সবাই যত আছিস দুঃখ ভুলে আয়,
প্রেমিকার কাছে আমার ধূসর পৃথিবীকে চিনে নেবো দক্ষ নাবিকের মতো প্রেমিকার কাছে আমার ধূসর পৃথিবীকে চিনে নেবো দক্ষ নাবিকের মতো
কবিতার ভেজা মাটি কবিতার ভেজা মাটি
বুঝতে হবে যুদ্ধ নয়, ভালোবাসার দ্বারা, বাসতে হবে সবাইকে, নয়তো পড়বে মারা বুঝতে হবে যুদ্ধ নয়, ভালোবাসার দ্বারা, বাসতে হবে সবাইকে, নয়তো পড়বে মারা
ঠোঁটের রঙে অজস্র প্রজাপতি ভালোথাকার বিশ্বাসে ঠোঁটের রঙে অজস্র প্রজাপতি ভালোথাকার বিশ্বাসে
আবিরের রঙে রাঙাবো ফাগুন, সিঁদুরে তোর সিঁথি আবিরের রঙে রাঙাবো ফাগুন, সিঁদুরে তোর সিঁথি